২০২৫-২৬ শিক্ষাবর্ষে দশম শ্রেনীতে দুবার বোর্ড পরীক্ষা নেওয়া সংক্রান্ত খসড়া প্রস্তাবের ওপর মতামত চেয়েছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই। ঐ খসড়া প্রস্তাবে দশম শ্রেনীর বোর্ড পরীক্ষা একবার ফেব্রুয়ারী থেকে মার্চ মাসে এবং আরেক দফায় মে মাসে নেওয়ার সংস্থান রয়েছে। দশম ও দ্বাদশ শ্রেনীর পরীক্ষা ১৫ই ফেব্রুয়ারীর পর প্রথম মঙ্গলবার থেকে শুরু করার কথাও ঐ প্রস্তাবে বলা হয়েছে। আগামী মাসের ৯ তারিখের মধ্যে এ ব্যাপারে যাবতীয় মতামত জমা দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে অনুরোধ জানিয়েছে পর্ষদ।
উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি ২০২০-র দুটি সুপারিশের ওপর ভিত্তি করে এই খসড়া প্রস্তাব গড়ে তোলা হয়েছে। এর মধ্যে একটি হলো- পড়ুয়ারা বোর্ডের মূল পরীক্ষা ব্যতীত নির্দিষ্ট শিক্ষাবর্ষে আরো ভালো ফলাফলের জন্য ইচ্ছা হলে ফের একবার পরীক্ষায় বসতে পারবে।