হামাস ইজরায়েলের সর্বশেষ যুদ্ধ বিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই প্রস্তাবে তারা সার্বিক ভাবে যুদ্ধ বন্ধ এবং পণবন্দি বিনিময়ের কথা বলে। ইজরায়েলের সাম্প্রতিক প্রস্তাবে ৪৫ দিনের যুদ্ধ বিরতি এবং দশ জন পণবন্দি মুক্তির কথা বলা হয়েছিল। হামাস তা প্রত্যাখ্যান করে বিষয়টিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজনৈতিক কর্মসূচি বলে অভিহিত করেছে।
উল্লেখ্য, ৫৯ জন পণবন্দির মধ্যে এখনও ২৪ জন জীবিত আছে বলে মনে করা হচ্ছে। হামাস এর আগেই কোনও আংশিক চুক্তি মেনে নেবে না বলে ইঙ্গিত দিয়েছিল।
এদিকে, ইজরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে। প্রতিদিনই অসংখ্য মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিধ্বস্ত গাজায় কোন ত্রাণ সরবরাহ করা যাচ্ছে না।