স্লোভাকিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সেদেশের এক বিশ্ববিদ্যালয় সামাজিক ন্যায় এবং মহিলাদের ক্ষমতায়ন সহ জনসেবার ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য সাম্মানিক ডক্টরেটে ভূষিত করেছে। স্লোভাকিয়ার নিত্রার Constantine The Philosopher University আজ রাষ্ট্রপতির হাতে ডক্টরেট সম্মান অর্পণ করে। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি মুর্মু শিক্ষার রূপান্তরের ক্ষমতার ওপর জোর দেন। তিনি তাঁর কর্মজীবনে শিক্ষকতা থেকে দেশের সর্বোচ্চ পদে আরোহণের সংক্ষিপ্ত বর্ণনা দেন।
অনুষ্ঠানে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রীনী উপস্থিত ছিলেন।