স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অসমে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন।
উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম এবং মিজোরামে তিন দিনের সফর করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ অপরাহ্ণে শ্রী শাহ, অসমের কোকরাঝার জেলার ডোটমাতে অল বোড়ো স্টুডেন্ট ইউনিয়নের ৫৭তম সম্মেলনে ভাষণ দেবেন। আজ সন্ধ্যায় গুয়াহাটিতে, স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে নতুন তিনটি ফৌজদারী আইন বলবৎ করার বিষয়ে আট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। আজ রাতেই তিনি দিল্লি ফিরবেন।
গতকাল শ্রী শাহ মিজোরামের গোলাঘাটে একটি পুলিশ অ্যাকাডেমির সূচনা করেন। পরে তিনি আইজলে অসম রাইফেলের একটি অনুষ্ঠানে অংশ নেন।