সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায়ের প্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদের আর্জি নিয়ে শীর্ষ আদালতে শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে গতকাল এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত না থাকায় তা হয়নি। ১৭ ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি হতে পারে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সম্প্রতি ২০১৬ সালের এসএসসি নিয়োগ বাতিল করায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরী হারিয়েছেন। এর প্রেক্ষিতে পর্ষদ পরবর্তী নিয়োগ না হওয়া অথবা চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত এই শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরী করার অনুমতি দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়।