সরকার, শোনপ্রয়াগ থেকে কেদারনাথের মধ্যে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরীর বিষয়টিতে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, এই প্রকল্পের জন্য মোট খরচ পড়বে চার হাজার কোটি টাকার বেশী। ফলে পুণ্যার্থীদের আট থেকে ৯’ঘন্টার যাত্রাপথ কমে ৩৬ মিনিটে দাঁড়াবে। এই প্রকল্প দিব্যাঙ্গ এবং বয়স্ক মানুষদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে শ্রী বৈষ্ণো জানান।
মন্ত্রী আরো জানান, ২’হাজার ৭৩০ কোটি টাকা ব্যায়ে হেমকুন্ডসাহিব রোপওয়ে’ও গড়ে তোলা হবে। এর দৈর্ঘ্য হবে ১২ দশমিক চার কিলোমিটার।
শ্রী বৈষ্ণো বলেন, সরকার পশু স্বাস্থ্য এবং রোগ মোকাবিলার জন্য ৩’হাজার ৮৮০ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচীর অধীনে তাদের প্রতিষেধক বা টিকাদান’ই হবে অন্যতম লক্ষ্য। অন্যান্য চাষীদের পক্ষেও তা’ সহায়ক হবে। পশুদের জন্য উন্নতমানের জেনেরিক ওষুধ, পশু ঔষধির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।