মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 11, 2025 1:51 PM

printer

সরকার নি:শুল্ক কলাইয়ের ডাল আমদানির মেয়াদ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে।

সরকার নি:শুল্ক কলাইয়ের ডাল আমদানির মেয়াদ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে। বৈদেশিক বাণিজ্য দপ্তরের মহা নির্দেশনালয় থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এর ফলে দেশীয় বাজারে কলাইয়ের ডালের দাম স্থিতিশীল করা সহজ হবে। ভারতে তার চাহিদার বেশিরভাগ কলাইয়ের ডাল মায়ানমার থেকেই আমদানি করে।

এই অর্থবছরের এপ্রিল-নভেম্বর মাসে আমদানি হয়েছে ৬০১.১২ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৫৪৯ মিলিয়ন ডলার মূল্যের শস্য মায়ানমার থেকে আমদানি করা হয়েছে। মায়ানমার ছাড়াও, ভারত সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ব্রাজিল থেকে কলাই এর ডাল আমদানি করে।

কলাই এর ডাল উৎপাদনকারী প্রধান রাজ্যগুলি হল মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র। ভারত বিশ্বের বৃহত্তম কলাই এর ডাল উৎপাদনকারী এবং উপভোক্তা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন