মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 13, 2025 9:18 AM

printer

সংসদে তৈলক্ষেত্র ( নিয়ন্ত্রণ ও উন্নয়ন) সংক্রান্ত সংশোধনী বিল, ২০২৪ পাশ হয়েছে।

সংসদে তৈলক্ষেত্র ( নিয়ন্ত্রণ ও উন্নয়ন) সংক্রান্ত সংশোধনী বিল, ২০২৪ পাশ হয়েছে। লোকসভায় গতকাল এটি অনুমোদিত হয়। বিলে তৈল ক্ষেত্রের নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংক্রান্ত ১৯৪৮ সালের আইন সংশোধন করতে চাওয়া হয়েছে। এতে খনিজ তেল বা মিনারেল অয়েলের সংজ্ঞা সম্প্রসারিত করে তাতে প্রাকৃতিক ভাবে উৎপন্ন হাইড্রোকার্বন, কয়লা স্তরের মিথেন এবং শেল গ্যাস অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিলের ওপর বিতর্কের জবাবে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হারদীপ সিং পুরী জানান, ভারত বর্তমানে ৪০টি দেশ থেকে আমদানি করে এবং ভারতের আমদানি বন্দরে ন্যায্য দামে সরবরাহ করতে সক্ষম হলে সরবরাহের উৎস নিয়ে ভেদাভেদ করা হয় না।

এদিকে, সংসদের উভয় কক্ষের অধিবেশন আগামী সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে। হোলি উৎসবের জন্য আজ এবং আগামীকাল লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন বসবে না।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন