সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা, আজ শুনবে শীর্ষ আদালতের দুই বিচারপতি সুর্যকান্ত এবং বিচারপতি NK সিংহের বেঞ্চ।
মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে তাতে ‘সিট’ গঠন করে আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন আইনজীবী শশাঙ্ক শেখর ঝা। তদন্তের পাশাপাশি, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি যাতে সুরক্ষিত হয়, সেই মর্মে শীর্ষ আদালতকে নির্দেশ দিতেও আর্জি জানানো হয়েছে।