শক্তিপীঠ কালীঘাট মন্দিরে আগত পুণ্যার্থীদের সুবিধায় নবনির্মিত স্কাই ওয়াকের আজ সূচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় সেখানে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই স্কাইওয়াকের উদ্বোধন করবেন। ৪৩৫ মিটার দীর্ঘ এই স্কাই ওয়াকটি তৈরীর কাজ ২০২১ সালের অক্টোবর মাসে শুরু হলেও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছিলেন। পাঁচটি প্রবেশ পথ যুক্ত এই স্কাইওয়াক ও নিচে বারো ফুট চওড়া ফুটপাত সংস্কারের জন্য মোট খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা।
পুণ্যার্থী বিশেষত প্রবীণদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নবনির্মিত এই স্কাইওয়াক সড়ক এবং মেট্রো স্টেশন এর মধ্যে সংযোগ স্থাপন করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতসন্ধ্যায় সামাজিক মাধ্যমে জানিয়েছেন।