লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প রাজ্যে নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্তব্য করেছেন। গতকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কেলগ কলেজে বক্তৃতায় তিনি বলেন কোভিড পরবর্তী সময়ে মহিলাদের হাতে নগদ অর্থ পৌঁছে দিতেই লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা ভাবা হয়েছিল। সারাজীবন মহিলারা এই অনুদান পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে লাভবান হচ্ছেন কয়েক কোটি মানুষ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের কথাও উপস্থিত শ্রোতাদের সামনে তুলে ধরেন তিনি।
বক্তব্যের মধ্যেই আর জি কর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় মুখ্যমন্ত্রীকে। ওঠে শিল্পায়ন, সাম্প্রদায়িকতা সংক্রান্ত প্রশ্নও। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আরজি কর বিচারাধীন বিষয়। একসময় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, এরকম একটি সভায় রাজনীতিকরণের চেষ্টা উচিৎ নয়। এমন আচরণ করে তাঁরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকেই অসম্মান করছেন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে আটকাতে না পেরেই তাঁকে অপদস্থ করছে বাম-অতিবামরা।
অক্সফোর্ডের আওতাধীন কলেজে গিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাভাষণ দিয়েছেণ বলে বাম ছাত্র সংগঠন SFI অভিযোগ করেছে। ক্যাম্পাসে গণতন্ত্র, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের দুরবস্থা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, গতকাল কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষনের সময় Students’ Federation of India – United Kingdom এর সদস্যরা প্রতিবাদ জানায়।
মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল বারুইপুরে দলের এক কর্মসুচিতে অংশ নিয়ে তিনি বলেন, ব্রিটেনে মমতা ব্যানার্জী যে ভাবে দেশকে অপমান করেছেন তা অত্যন্ত নিন্দাজনক।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোট লুঠ করেছে বলেও শুভেন্দু বাবু অভিযোগ করেন। উচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে গতকাল বারুইপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণের পর এক জনসভায় অংশ নেন তিনি।