মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 5, 2025 5:30 PM

printer

রুটিন মাফিক ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত ১১ টা ৪০ মিনিট ৭ ঘণ্টা পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের দমদম স্টেশনে আপ সিসিআর লাইনে ট্র্যাফিক ব্লক থাকবে।

রুটিন মাফিক ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ (05.04.25) রাত ১১ টা ৪০ মিনিট থেকে আগামীকাল (06.04.25) সকাল ৬ টা ৪০ মিনিট পর্যন্ত মোট ৭ ঘণ্টা পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের দমদম স্টেশনে আপ সিসিআর লাইনে ট্র্যাফিক ব্লক থাকবে। এই কারণে আজ শিয়ালদা – ডানকুনি শাখায় আপ ও ডাউন মিলিয়ে একজোড়া ট্রেন বাতিল করা হয়েছে।
এ ছাড়া আগামীকাল আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদা – বনগাঁ, শিয়ালদা – হাবড়া র মধ্যে এক জোড়া করে, ও শিয়ালদা – ডানকুনির মধ্যে চার জোড়া লোকাল বাতিল থাকবে।
অন্যদিকে বমনহাট – শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, হলদিবাড়ি – শিয়ালদা দার্জিলিং মেল ও নিউআলিপুরদুয়ার – শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ট্রেন গুলি ডানকুনি – দমদম জংশনের পরিবর্তে ব্যান্ডেল – নৈহাটি – দমদম জংশন হয়ে শিয়ালদা য় পৌঁছাবে।
এদিকে ট্র্যাক, সিগন্যাল এবং ওভারহেড তারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া – বর্ধমান কর্ড শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আগামীকাল হাওড়া, ডানকুনি, শিয়ালদা থেকে দুটি করে, এবং চন্দনপুর, বর্ধমান থেকে একটি করে লোকাল বাতিল থাকবে। আগরতলা – SMVT Bengaluru Humsafar Express কে তার যাত্রা পথে ৫০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
এদিকে, আগামীকাল থেকে হাওড়া – পাটনা র, এবং আগামী ১০ এপ্রিল কানপুর সেন্ট্রাল – কলকাতার মধ্যে সামার স্পেশাল ট্রেন চালু হচ্ছে বলে রেল সূত্রে খবর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন