মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 3, 2025 10:14 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শিক্ষার পাশাপাশি গবেষনার দিকে উপযুক্ত মনোনিবেশ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শিক্ষার পাশাপাশি গবেষনার দিকে উপযুক্ত মনোনিবেশ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, সরকার, এই লক্ষ্যে জাতীয় গবেষনা তহবিল গড়ে তুলেছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির উচিৎ এর সদ্ব্যাবহার করে গবেষনা ক্ষেত্রে উৎসাহ দেওয়া। রাষ্ট্রপতি ভবনে আজ দু দিনের ভিজিটরস সম্মেলনের সূচনা করে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি জানান, কোনো দেশের উন্নয়নের গতিপ্রকৃতি সেদেশের শিক্ষা ব্যবস্থায় প্রতিফলিত হয়।

শ্রীমতি মুর্মু বলেন, ভারতীয় পড়ুয়ারা বিশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বের সঙ্গে পঠনপাঠন করছে এবং তাঁদের দক্ষতার মাধ্যমে অর্থনীতির বিকাশ ঘটছে।। শিক্ষা ব্যবস্থাই দেশের ভবিষ্যত গঠন করতে পারে। শিক্ষা ক্ষেত্রের বিকাশে এ আই এর নতুন পদক্ষেপ গ্রহণের জন্য উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রতি আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য আজকের অনুষ্ঠানে শ্রীমতি মুর্মু অষ্টম ভিজিটরস পুরস্কারও প্রদান করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন