রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় ভারতের বিদেশ মন্ত্রক আয়োজিত ইন্ডিয়া বিজনেস ফোরামের উদ্বোধন করেছেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এবং বিদেশমন্ত্রী জুরাজ ব্লানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফোরামের উদ্বোধন করে রাষ্ট্রপতি মুর্মু দু’দেশের মধ্যে মৈত্রী সম্পর্কের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য সে দেশের রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেন। তিনি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের সুযোগ বৃদ্ধির জন্য এই ফোরামে আলোচনা হবে। স্লোভাকিয়ার শক্তিশালী শিল্প ভিত্তি ও কৌশলগত ভৌগোলিক অবস্থানের সঙ্গে ভারতীয় প্রতিভা যুক্ত হলে তা স্লোভাকিয়ার অর্থনীতির ক্ষেত্রে মূল্যবান অবদান জোগাবে। অন্য দিকে, স্লোভাক রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি বলেন, প্রযুক্তি এবং সূক্ষ্ম যন্ত্রপাতি নির্মাণে তাঁদের দেশের অভিজ্ঞতার সঙ্গে ভারতে তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম মেধা প্রযুক্তি যুক্ত হলে তা দু’দেশের মধ্যে সুবিধাজনক হবে। তিনি আশা প্রকাশ করেন, স্লোভাক-ভারত বিজনেস ফোরাম বাণিজ্যিক সুযোগকে সাফল্যে পরিণত করবে।
Site Admin | April 10, 2025 9:53 PM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় ভারতের বিদেশ মন্ত্রক আয়োজিত ইন্ডিয়া বিজনেস ফোরামের উদ্বোধন করেছেন।
