রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বঞ্চিত ও নিপীড়িত শ্রেণীর মানুষের জন্য সহানুভূতি ও মানবিকতা কোন দেশ বা জাতির মনোভাবকেই প্রতিফলিত করে। তিনি গত সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে পার্পেল ফেস্ট উৎসবের ভাষণ দিচ্ছিলেন। সহানুভূতি ও সম্প্রীতি ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার ধারক ও বাহক বলেও শ্রীমতী মুর্মু উল্লেখ করেন।
প্রতিবন্ধকতাযুক্ত বিভিন্ন ব্যক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজ ও জনজীবনে এই প্রতিবন্ধকতার প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষেই রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে এই পার্পেল ফেস্টের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি আরও বলেন, ভারতীয় সংবিধানে সামাজিক ন্যায়, সাম্য এবং ব্যক্তিগত মর্যাদার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার সেই ভাবধারাকে এগিয়ে নিয়ে চলেছেন। সুগম্য ভারত অভিযানের মধ্য দিয়ে প্রতিটি ক্ষেত্রে দিবাঙ্গজনেদের সমান অংশীদারিত্ব সুনিশ্চিত করতে সরকার সবরকমের চেষ্টা চালাচ্ছে।
Site Admin | March 22, 2025 10:28 AM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ বলেছেন,সুগম্য ভারত অভিযানের মধ্য দিয়ে প্রতিটি ক্ষেত্রে দিবাঙ্গজনেদের সমান অংশীদারিত্ব সুনিশ্চিত করতে সরকার সবরকমের চেষ্টা চালাচ্ছে।
