রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের মূল লক্ষ্য হল এই শতাব্দীর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ভারতকে একটি উন্নত দেশে পরিণত করা। এই লক্ষ্য অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষার্থীদের বিশ্বমানবতার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে দুদিনের ভিসিটর্স কনফারেন্সের সমাপ্তি অনুষ্ঠানে শ্রীমতি মুর্মু বক্তব্য রাখছিলেন। তরুণ ছাত্রসমাজ আন্তর্জাতিকীকরণের মাধ্যমে একবিংশ শতাব্দীর বিশ্বে নিজেদের আরও কার্যকর করে তুলবে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সুযোগ বৃদ্ধি পেলে বিদেশে পড়ার প্রবণতা কমবে। সেক্ষেত্রে তরুণ মেধাকে দেশ গঠনে আরও ভালোভাবে কাজে লাগানো যাবে। রাষ্ট্রপতি বলেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। স্বনির্ভর হওয়া সত্যিকারের উন্নত বৃহত এবং শক্তিশালী অর্থনীতির বৈশিষ্ট্য। গবেষণা এবং উদ্ভাবনার ওপর ভিত্তি করে আত্মনির্ভরশীলতা গড়ে উঠবে। শিল্প ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য ক্রমাগত আদান প্রদানের মাধ্যমে একদিকে যেমন দেশের আর্থিক অগ্রগতি ঘটবে, তেমনি সমাজের চাহিদাও পূরণ হবে।
Site Admin | March 4, 2025 10:15 PM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের মূল লক্ষ্য হল এই শতাব্দীর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ভারতকে একটি উন্নত দেশে পরিণত করা।
