মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 24, 2025 2:52 PM

printer

রাজ্য সরকার সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে কর্মরত সব স্তরের চিকিৎসকদের বেতন বৃদ্ধি করেছে।

রাজ্য সরকার সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে কর্মরত সব স্তরের চিকিৎসকদের বেতন বৃদ্ধি করেছে। আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে স্টেট লেভেল গ্রীভান্স রিড্রেসাল কমিটি আয়োজিত চিকিৎসার আরেক নাম সেবা শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকের মাসিক বেতন ১০ হাজার এবং সিনিয়র চিকিৎসকদের ১৫ হাজার টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করেন।

 সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নূন্যতম ৮ ঘণ্টা করে পরিষেবা দেওয়ার আবেদন জানান তিনি। পাশাপাশি তাদের প্রাইভেট প্র্যাকটিসের এলাকা হাসপাতাল থেকে কুড়ি থেকে বাড়িয়ে তিরিশ কিলোমিটার করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জাল সেলাইন কান্ডে চিকিৎসকদের গাফিলতি ছিল বলে উল্লেখ করেও এই ঘটনায় যে সব জুনিয়ার চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল মুখ্যমন্ত্রী আজ তাদের সেই শাস্তি প্রত্যাহার করার কথা ঘোষণা করেন। হাসপাতাল গুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে নজরদারি বাড়ানোর জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। চিকিৎসকদের মনের বিকাশে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার জন্য মেডিকেল কলেজ এবং হাসপাতালে মোট ২ কোটি টাকা বরাদ্দ করার কথা জানান তিনি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন