রাজ্য সরকার চাকরি-হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের একবার জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে আজ এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, গোটা বিষয়টি আইনিভাবে দেখা হচ্ছে। কলকাতায় থাকলে গতরাতেই তিনি সমস্যার সমাধান করে দিতেন। সরকারের ওপর ভরসা রাখার জন্য আবারও আবেদন জানান মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আজ গোয়ালতোড়ে ১১২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন ছাড়াও ২১২-টি প্রকল্পের শিলান্যাস এবং শতাধিক প্রকল্পের উদ্বোধন করেন। আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে ৮ লক্ষের বেশি মানুষকে পরিষেবা দেওয়া হলো বলে মুখ্যমন্ত্রী জানান।