যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলের ফিরতি সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট, জামশেদপুর এফ সি, র বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম পর্বের সেমিফাইনালে মোহনবাগান ১-২ গোলে পরাজিত হয়েছিল। এবারের আইএসএলে লিগ – শিল্ড জয়ী মোহনবাগানকে টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছতে হলে অন্তত দু গোলের ব্যাবধানে আজ জিততে হবে।
Site Admin | April 7, 2025 12:57 PM
যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলের ফিরতি সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট, জামশেদপুর এফ সি, র বিরুদ্ধে খেলবে।
