মোহনবাগান সুপারজায়ান্ট ও ইস্টবেঙ্গল দু’দলই আজ এবারের আইএসএলে লিগ পর্বে তাদের শেষ ম্যাচ খেলতে নামছে। শিলং এর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তাদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল পাঁচটায়।
সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপারজায়ান্ট, এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান ইতিমধ্যেই লিগশিল্ড জিতে নিয়েছে। ম্যাচের পরই মোহনবাগানকে লিগ শিল্ড দেওয়া হবে। এই প্রথম ভারতীয় দল হিসেবে দু’বার লিগশিল্ড জয়ের নজির গড়েছে সবুজ মেরুন ব্রিগেড।