মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মন্তব্য করেছেন। গতকাল মুর্শিদাবাদের হিংসাদীর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করে কলকাতায় ফেরার আগে সাংবাদিকদের কাছে রাজ্যপাল বলেন, সাধারণ মানুষের উপর যে হামলা হয়েছে তা বর্বরোচিত। রাজ্যপাল হিসাবে তিনি যথাযথ জায়গায় তাঁর রিপোর্ট জমা দেবেন।
তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা তুলে ধরবেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের ওপর বর্বরোচিত হামলা হয়েছে এবং কোনো সভ্য সমাজে এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়।