মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 12, 2025 8:52 PM

printer

মুর্শিদাবাদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

মুর্শিদাবাদে গত কয়েকদিনের অশান্তির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য প্রশাসনকে সহায়তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একটি আবেদনের ওপর জরুরী শুনানির জন্য গঠিত স্পেশাল ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু বাবু। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে আজ এর শুনানি হয়। সওয়াল জবাব চলাকালীন রাজ্যের আইনজীবী অর্ক নাগ আদালতকে জানান যে, প্রশাসন নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম। এডিজি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা দায়িত্বে রয়েছেন। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে।

শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি বলেন, রাজ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ।

এদিকে, সওয়াল জবাব চলাকালীন ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, যে ধরনের অভিযোগ আসছে, তাতে চোখ বন্ধ করে থাকা যায়না। প্রশাসন চাইলে অন্য জায়গাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন