মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৯৭-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-অস্কার পুরস্কার, প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
পরিচালক শন বেকারের রোমান্টিক কমেডি ড্রামা ‘আনোরা’, সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা সম্পাদনা এবং সেরা অভিনেত্রী বিভাগে পাঁচটি পুরস্কার জিতেছে।
‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিকি ম্যাডিসন।
নিজের অভিনয় কেরিয়ারে বিভিন্ন ভূমিকায় বলিষ্ঠ দক্ষতার পরিচয় দিয়ে জয়ী সালদানা, প্রথম অস্কার পুরস্কার পেয়েছেন। ‘এমেলিয়া পেরেস’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেত্রীর অস্কার পেলেন তিনি। অন্যদিকে, ‘আ রিয়েল পেইন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেলেন কেরান পুলকিন।
শব্দ গ্রহণের জন্য অস্কার পেয়েছে ডিওন-পার্ট টু। সেরা ভিস্যুয়াল এফেক্টের’ও পুরস্কার ছিনিয়ে নিয়েছে সিনেমাটি। সেরা স্বল্প দৈর্ঘের অ্যানিমেশন ছবি- ‘ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস’। পূর্ণ দৈর্ঘের অ্যানিমেশন পুরস্কার গেছে- ফ্লো-এর দখলে। সেরা মেকাপ ও হেয়ার স্টাইল বিভাগে পুরস্কার পেয়েছে- ‘দ্য সাবস্ট্যান্স’। অভিযোজিত চিত্রনাট্যের জন্য সেরা পুরস্কার পেয়েছে ‘কনক্লেভ’। সেরা কস্টিউম ডিজাইনের জন্য অস্কার পেয়েছেন পল তেজওয়েল।