মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকজন জার্মান নাগরিক সহ ইউরোপীয় নাগরিকদের আটকের খবর প্রকাশ্যে আসার পর, চলতি সপ্তাহে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ঐ দেশ সফরের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। জার্মানির বিদেশ দপ্তর জানিয়েছে, তাঁরা সাম্প্রতিক ঘটনাগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জানা গেছে আমেরিকায় প্রবেশ এর সময় একজন গ্রিন কার্ডধারী সহ তিন জার্মান নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে দুজন জার্মানিতে ফিরে গেছেন।
এই ঘটনার প্রেক্ষিতে ব্রিটেন তাদের ভ্রমণ পরামর্শও সংশোধন করে মার্কিন অভিবাসন আইনের কঠোর প্রয়োগের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে।