মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আগামীকাল ইরানের সঙ্গে সরাসরি কথা বলবে। এই সপ্তাহের শেষে ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের একজন বরিষ্ঠ নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ঘোষণা করেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান শনিবার তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুত। আলোচনা ব্যর্থ হলে ইরান বড় বিপদে পড়বে বলেও তিনি হুঁশিয়ারি দেন।