শুটিংয়ে, গতকাল পেরুর লিমায় অনুষ্ঠিত শুটিং আইএসএসএফ বিশ্বকাপে ভারতীয় শ্যুটাররা আশানুরূপ ফল করতে ব্যর্থ হওয়ায়, ৫০ মিটার রাইফেল তৃতীয় পজিশন এবং স্কিট ইভেন্টে পদকের সম্ভাবনা কমে গিয়েছে।
মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পি-তে, শ্রিয়াঙ্কা সদাঙ্গী একমাত্র ভারতীয় ফাইনালিস্ট ছিলেন। তিনি অষ্টম স্থান অর্জন করেছেন। গত সপ্তাহে বুয়েনস আইরেসে স্বর্ণপদক জয়ী সিফত কৌর সামরা, যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন। পুরুষদের ইভেন্টে, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, নীরজ কুমার এবং চেইন সিং যোগ্যতা অর্জনে ১৮তম থেকে ২০তম স্থান অর্জন করেন।
স্কিটে, রাইজা ধিলন মহিলাদের ফাইনালে পঞ্চম স্থান অর্জন করেন। এই বছর প্রথম ভারতীয় শটগান ফাইনালিস্ট হয়েছিলেন তিনি। পুরুষদের স্কিটে যোগ্যতা অর্জনে অনন্ত জিৎ সিং নারুকা ১২০তম স্থান অর্জন করেন।
এর আগে, ভারত এয়ার পিস্তলে দুর্দান্ত ফল করে। সুরুচি ইন্দর সিং এবং সৌরভ চৌধুরী মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছেন, অন্যদিকে সুরুচি মহিলাদের বিভাগে স্বর্ণ পদক জিতেছেন। মানু ভাকর এবং রবীন্দ্র সিং দলগত মিক্সড ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে চীনের কাছে পরাজিত হন।