মহাশিবরাত্রির শুভ দিনে আগামীকাল প্রয়াগরাজের মহাকুম্ভ শেষ হওয়ার জন্য প্রস্তুত। ৪৫ দিন ব্যাপী এই আধ্যাত্মিক মেগা ইভেন্টে এখন পর্যন্ত ৬৪ কোটি ৪৭ লাখ ভক্ত অংশ নিয়েছেন। এছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ কোটি ১১ লাখ মানুষ পবিত্র স্নান করেছেন। আধ্যাত্মিক মেগা ইভেন্টটি নিরাপদ, সুরক্ষিত এবং ঐশ্বরিক সমাপ্তির জন্য উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তুতি চলছে আগামীকাল ভিড় ব্যবস্থাপনার জন্য বিকেল ৪টে থেকে মেলা এলাকাকে নো ভেহিকল জোন এবং সন্ধ্যা ৬টা থেকে কমিশনারেটকে নো ভেহিকল জোন ঘোষণা করা হয়েছে। মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, সমস্ত শিবালয় এবং বিভিন্ন স্নানের ঘাটেও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, পুরো কুম্ভ এলাকায় জোনাল সিস্টেমের মাধ্যমে যান চলাচল চলবে।
Site Admin | February 25, 2025 10:19 PM
মহাশিবরাত্রির শুভ দিনে আগামীকাল প্রয়াগরাজের মহাকুম্ভ শেষ হওয়ার জন্য প্রস্তুত।
