মহাকুম্ভের শেষ দিনে মহা শিবরাত্রিতে যাত্রী ভীড় সামাল দিতে রেল, উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে আগামীকাল সাড়ে তিনশোর বেশী ট্রেন চালাবে। মন্ত্রক সূত্রে জানা গেছে, মহা শিবরাত্রির স্নানের পর যাত্রীদের ফেরার সময় কোনোরকম অসুবিধা যাতে না হয় সেজন্য একাধিক বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে। প্রয়াগরাজে প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত রেকও। ইতিমধ্যেই উত্তরপ্রদেস, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক পূণ্যার্থী প্রয়াগরাজে পৌঁছেছেন। গোটা ব্যবস্থাপনায় নজরদারী চালাচ্ছেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এবং রেলবোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার। বিভিন্ন স্টেশনে থাকছে চিকিৎসা ব্যবস্থাও।
Site Admin | February 25, 2025 10:38 PM
মহাকুম্ভের শেষ দিনে মহা শিবরাত্রিতে যাত্রী ভীড় সামাল দিতে রেল, উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে আগামীকাল সাড়ে তিনশোর বেশী ট্রেন চালাবে।
