মণিপুরে রাষ্ট্রপতি শাসন সুনিশ্চিত করতে, লোকসভায় একটি বিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে।
গতকাল সভায় ওই রাজ্যে সাম্প্রতিক হিংসার ঘটনায় সমস্যার সম্মুখীন হওয়া স্থানীয় বাসিন্দাদের কথা তুলে ধরে স্বল্পকালীন আলোচনা হয়। কংগ্রেসের শশী থারুর, সমাজবাদী পার্টির লালজী ভার্মা, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর অরবিন্দ সাওয়ান্ত, তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ সহ অন্যান্যরা তাঁদের বক্তব্য পেশ করেন।
এই প্রস্তাব নিয়ে বিতর্কের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, সরকার মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা চালাচ্ছে। সেখানে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করাই কেন্দ্রের অন্যতম লক্ষ্য।