ভারতীয় মুদ্রার প্রতীক হিসেবে রুপির পরিবর্তে রাজ্যের অর্থনৈতিক সমীক্ষার পুস্তকায় তামিল ভাষায় ‘রু’ লেখার বিষয়ে ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ। শ্রীমতী সীতারামণ বলেন, ডি এম কে সরকার তাদেরই এক বিধায়কের ছেলের নকশা করা রুপী প্রতীককে অসম্মান করেছে। ইউ পি এ জমানায় ডিএমকে যখন কেন্দ্র সরকারের শরীক ছিল, তখনই এই প্রতীক চালু হয়। ভাষা নিয়ে কেন্দ্রের গৃহীত নীতিতে ডিএমপকে সরকার পরস্পরবিরোধী অবস্থান গ্রহণ করছে বলে অভিযোগ করেন তিনি।
Site Admin | March 14, 2025 10:02 AM
ভারতীয় মুদ্রার প্রতীক হিসেবে রুপির পরিবর্তে রাজ্যের অর্থনৈতিক সমীক্ষার পুস্তকায় তামিল ভাষায় ‘রু’ লেখার বিষয়ে ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ।
