ভারত আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর আড়াইটেয়। ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুবারের চ্যাম্পিয়ন ভারত এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামছে। অন্যদিকে, একবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে তৃতীয়বার ফাইনাল খেলতে নামছে। ২০০০ সালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো নিউজিল্যান্ড। ২৫ বছর পর ফের এই দুই দল ফাইনালে মুখোমুখি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত ভারত। অন্যদিকে, নিউজিল্যান্ড গ্রুপ পর্বে ভারতের কাছেই হেরেছে। সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে ও নিউজিল্যান্ড ৫০ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে। আজ সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের সহ অধিনায়ক শুভমন গিল বলেন, শেষ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দল যা করতে পারেনি, সেটাই করে দেখাতে ক্রিকেটাররা মুখিয়ে রয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিলো , সেই পিচেই ফাইনাল ম্যাচ খেলা হবে। পিচ মন্থর প্রকৃতির হবে, বল গ্রিপ করবে ও স্পিন সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। দুবাইতে আগামীকাল পরিষ্কার আকাশ ও রৌদ্রজ্জ্বল থাকবে বলেই স্থানীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। দুপুরে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি ও রাতে ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে।
Site Admin | March 9, 2025 12:47 PM
ভারত আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি
