ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগে বিধাননগর পূর্ব থানায় দায়ের হওয়া মামলায়, বিধাননগর পুলিশ বিহার থেকে এই মূল ষড়যন্ত্রী, পাটনার বাসিন্দা রোহিত কুমারকে গ্রেফতার করেছে। তাকে বিহারের একটি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু পুরনো ও নতুন মোবাইল ফোন এবং মোবাইল একসেসারিজ বাজেয়াপ্ত করা হয়। আজ তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে।
Site Admin | March 23, 2025 5:04 PM
ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগে বিধাননগর পূর্ব থানায় দায়ের হওয়া মামলায়, বিধাননগর পুলিশ বিহার থেকে এই মূল ষড়যন্ত্রী, পাটনার বাসিন্দা রোহিত কুমারকে গ্রেফতার করেছে।
