বেনঘাজিতে কয়েকসপ্তাহ ধরে আটকে থাকা ১৮ জন ভারতীয় নাগরিকের ফেরার বন্দোবস্ত করেছে লিবিয়ার ভারতীয় দূতাবাস। আজ তারা দেশে ফিরবেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, কাজের জন্য এরা লিবিয়া গিয়ে আটকে পড়েছিলেন। ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতির জন্য দূতাবাস, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালাচ্ছে। সমগ্র প্রক্রিয়া চলাকালীন শ্রমিকদের স্বাচ্ছন্দ্যের দিকটিতে নজর রাখার পাশাপাশি দেওয়া হয়েছে জরুরী জিনিসপত্র। বিদেশে বসবাসকারী সব ভারতীয়র নিরাপত্তা এবং হিতসাধনে সরকার দায়বদ্ধ বলেও উল্লেখ করেন শ্রী জয়সওয়াল।
Site Admin | February 5, 2025 10:20 AM
বেনঘাজিতে কয়েকসপ্তাহ ধরে আটকে থাকা ১৮ জন ভারতীয় নাগরিকের ফেরার বন্দোবস্ত করেছে লিবিয়ার ভারতীয় দূতাবাস
