মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 26, 2025 7:44 PM

printer

বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সমাবেশ মহাকুম্ভের আজ অন্তিম দিন

বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সমাবেশ মহাকুম্ভের আজ অন্তিম দিন। মহাশিবরাত্রির পুণ্যলগ্নে সংগমে অমৃত স্নান সারছেন লক্ষ লক্ষ মানুষ।

গত ১৩’ই জানুয়ারী থেকে শুরু হওয়া এই মেলায় ৬’সপ্তাহের বেশী সময় ধরে ইতিমধ্যেই স্নান সেরেছেন প্রায় ৬৫ কোটি পুণ্যার্থী। ১৪৪ বছর পর এক দুর্লভ মুহূর্তে মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল। যাবতীয় বন্দোবস্ত নির্বিঘ্ন রাখতে কর্তৃপক্ষ একাধিক উদ্যোগ নিয়েছে। স্নান সেরে ঘরে ফেরা ভক্তদের জন্য সড়ক ও রেলপথে অতিরিক্ত ব্যবস্থা রাখা হয়েছে। ঘাটগুলিতে মোতায়েন রয়েছে জাতীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনী। পুলিশ ও স্বেচ্ছা সেবকের দল রেডিও প্রোগ্রাম ও লাউড স্পিকারের মাধ্যমে জনগণকে মেলা সম্পর্কে নানা তথ্য দিয়ে সাহায্য করা হচ্ছে। প্রতি ১০মিনিট অন্তর বাস চালিয়ে যাত্রীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 এদিকে, উত্তর প্রদেশ পুলিশের মহা নির্দেশক প্রশান্ত কুমার তাঁর বাহিনীর এতোদিনের পরিশ্রমের প্রশংসা করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন