বিনিয়োগ ও টার্ন ওভারের নিরিখে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের নতুন শ্রেণীবিন্যাস ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার,যা আগামী পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে। এখন থেকে অতি ক্ষুদ্র শিল্পে ২ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই শিল্পে টার্নওভারের সীমা ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হয়েছে।
ক্ষুদ্র শিল্পে ২৫ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই শিল্পে টার্নওভারের সীমা ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়েছে। আর মাঝারি শিল্পের ক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ পরিমাণ ১২৫ কোটি টাকা। এক্ষেত্রে টার্নওভারের সীমা দ্বিগুণ করে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা অনুযায়ী এই পরিবর্তন হবে।