বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাঁদের দৃষ্টিভঙ্গি মৌলিক পরিবর্তন করেছে এবং এর প্রভাব সর্বত্র অনুভূত হচ্ছে। নতুনদিল্লিতে গ্লোবাল টেক সামিট-এ তাঁর বক্তব্যে বিদেশমন্ত্রী বলেন, প্রযুক্তির ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতির ব্যাপক প্রভাব পড়তে পারে। বিদেশমন্ত্রী বলেন, প্রযুক্তির সুবাদে বাণিজ্য, এমনকি জাতীয় নিরাপত্তার থেকেও স্পর্শকাতর হয়ে উঠেছে।
Site Admin | April 11, 2025 5:12 PM
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাঁদের দৃষ্টিভঙ্গি মৌলিক পরিবর্তন করেছে এবং এর প্রভাব সর্বত্র অনুভূত হচ্ছে।
