বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ ব্রিটেন ও আয়ারল্যান্ড সফরে রওনা হবেন। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারীত্ব বর্তমান। প্রতিরক্ষা, নিরাপত্তা বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং মানুষে মানুষে জনসংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। সফরকালে বিদেশমন্ত্রী, ব্রিটেনের বিদেশসচিব ডেভিড লেমি সহ একাধিক ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন। দু দিনের আয়ারল্যান্ড সফরে ডঃ জয়শঙ্কর, আইরিশ বিদেশমন্ত্রী সিমোন হ্যারিশ এবং অন্যান্যদের সঙ্গে কথা বলবেন। সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি
উল্লেখ্য, ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, সাংস্কৃতিক বন্ধন ও ক্রমবর্ধমান অর্থনৈতিকঅকর্মকান্ডের ওপর ভিত্তি করে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে।