প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবা সাহেব আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল হরিয়ানা যাচ্ছেন। হিসারে পৌঁছে তিনি বিমানবন্দরে নতুন টার্মিনালের শিলান্যাস করবেন। একই সঙ্গে হিসার থেকে অযোধ্যা যাওয়ার বাণিজ্যিক বিমানের যাত্রার সূচনা করবেন। পরে তিনি একটি জনসভায় যোগদান করবেন। অপরাহ্নে যমুনানগরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস করবেন। সাধারণ জনগণের কাছে বিমানযাত্রাকে নিরাপদ এবং সাশ্রয়ী করে তোলার প্রতিশ্রুতি অনুযায়ী হিসারে মহারাজা অগ্রসেন বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের শিলান্যাস করবেন। এই ভবনটি নির্মাণে ৪১০ কোটি টাকা ব্যায় করা হবে।
এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামো উন্নত করতে যমুনানগরে দীনবন্ধু-ছোটুরাম তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসও করবেন তিনি। এরজন্য খরচ হবে ৮ হাজার ৪৭০ কোটি টাকা। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে হরিয়ানা শক্তিক্ষেত্রে সাবলম্বী হবে। প্রধানমন্ত্রী গোবর্ধন প্রকল্পেরও শিলান্যাস করবেন।