প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনৌষধি দিবস, সুস্থ ভারত গঠনে মানুষকে উচ্চমানের ও স্বাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের জন্য সরকারের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, কিভাবে উন্নত মানের ওষুধ সাশ্রয়ী মূল্যে দেশের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যাচ্ছে। হৃদরোগের চিকিৎসা এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ কমেছে। প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালিসিস কর্মসূচি কিডনির রোগীদের জন্য যুগান্তকারী পরিবর্তন এনেছে বলেও তার দাবি। এছাড়াও মাত্র এক টাকায় প্রতিপ্যাড জন ঔষধি সুবিধা স্যানিটারি ন্যাপকিন সকলের জন্য মাসিক স্বাস্থ্যবিধি সহজলভ্য করে তুলেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
Site Admin | March 7, 2025 1:46 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনৌষধি দিবস, সুস্থ ভারত গঠনে মানুষকে উচ্চমানের ও স্বাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের জন্য সরকারের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।
