প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বন্যপ্রাণ ব্যবস্থাপনায় চিরাচরিত জ্ঞান এবং কৃত্তিম বুদ্ধিমত্তা – এ আই এর বৃহত্তর ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। BISAG-N এবং ভারতীয় বনাঞ্চল সমীক্ষার সঙ্গে যৌথ সহযোগিতায় বন্য প্রাণ ব্যবস্থাপনা এবং দাবানলের ক্ষেত্রে ভূস্থানিক ম্যাপিং, প্রযুক্তিগত শিক্ষা এবং কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারের ওপর জোর দেন তিনি। বন্যপ্রাণ সংরক্ষন দিবস উপলক্ষ্যে শ্রী মোদী, আজ গুজরাতের জুনাগড়ের সাসান গিরে জাতীয় বন্যপ্রাণ পর্ষদের সপ্তম বৈঠকে সভাপতিত্ব করেন। ডলফিন রক্ষায় এলাকার বাসিন্দা ও গ্রামবাসীদের সচেতন করার প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রী। ডলফিন বেশী রয়েছে এমন এলাকায় স্কুল পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমন করানোর পরামর্শও দেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী, দেশের নদীতে বসবাসকারী ডলফিনের সংখ্যার বিষয়ে হওয়া সর্বপ্রথম সমীক্ষার রিপোর্ট পেশ করেন। এই রিপোর্ট অনুযায়ী এ ধরণের ডলফিনের সংখ্যা ৬ হাজার ৩শো ২৭। ৮ টি রাজ্যের ২৮ টি নদীর মত সাড়ে ৮ হাজার কিলোমিটার নদীপথে এই সমীক্ষা চালানো হয়। এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। তারপর রয়েছে যথাক্রমে বিহার, পশ্চিমবঙ্গ এবং অসম। একই সঙ্গে শ্রী মোদী, জুনাগড়ে বন্যপ্রানের জন্য জাতীয় রেফারাল কেন্দ্রের শিলান্যাসও করেন। বন্যপ্রানীদের স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ মোকাবিলায় এই কেন্দ্র কাজ করবে। চলতি বছরে ষোড়শ সিংহ গননার কথা ঘোষনা করেন। বন্যপ্রাণ সংরক্ষনে পরিবেশবান্ধব পর্যটন ভূমিকা এবং বনাঞ্চলে পর্যটনের জন্য উন্নত যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থার ওপর জোর দেন। দেশের অন্যান্য অঞ্চলে চিতা বাঘ সংরক্ষন প্রকল্পের বিস্তার, ঘড়িয়াল সংরক্ষন প্রকল্পের সূচনার পাশাপাশি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখির জন্য জাতীয় কর্ম্পরিকল্পনা এবং স্লথ বিয়ারের মতো প্রজাতির সংরক্ষনে পথ নির্দেশিকা তৈরীর প্রস্তাব করেন।
Site Admin | March 3, 2025 10:10 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বন্যপ্রাণ ব্যবস্থাপনায় চিরাচরিত জ্ঞান এবং কৃত্তিম বুদ্ধিমত্তা – এ আই এর বৃহত্তর ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন।
