প্রধানমন্ত্রী আজ বিকেলে গুজরাটের সুরাটে পরিপূর্ণ খাদ্য নিরাপত্তা কর্মসূচীর সূচনা করেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার অধীনে ২ লক্ষ উপভোক্তার কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি পরিবারকে পর্যাপ্ত পুষ্টি প্রদানের জন্য তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর মূল লক্ষ্য দেশকে রক্তাল্পতা এবং অপুষ্টির মত সমস্যা থেকে মুক্ত করা।
প্রধানমন্ত্রী বলেন যে সরকার প্রতিটি যোগ্য সুবিধাভোগী যাতে সুবিধা পান তা নিশ্চিত করার জন্য একটি বিশেষ পদ্ধতি গ্রহণ করেছে।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামীকাল যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই লাখপতি দিদি সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন। নভসারিতে আয়োজিত ওই অনুষ্ঠানে ২৫ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠীর আড়াই লক্ষ মহিলা সাড়ে ৪-শো কোটি টাকার বেশি অর্থ সহায়তা পাবেন।