মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 2, 2025 1:37 PM

printer

নির্বাচন কমিশন বলেছে একই এপিক নম্বর দুবার থাকা মানেই জাল ভোটার হবেন, এমন চিন্তা ঠিক নয়।

নির্বাচন কমিশন বলেছে একই এপিক নম্বর দুবার থাকা মানেই জাল ভোটার হবেন, এমন চিন্তা ঠিক নয়। ব্যাখ্যা করে কমিশন বলেছে, কয়েকটি সংমাদ মাধ্যমে বলা হচ্ছে দুটি আলাদা রাজ্যে একই এপিক নম্বরের ভোটার পাওয়া গেছে, এরকমটা হতেই পারে। আলাদা আলাদা রাজ্যের এপিক নম্বরের ক্ষেত্রে ভৌগলিক ও জনভিত্তিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কোন পোলিং বুথে এপিক নম্বর সেটাই বিচার্য। ঐ ভোটার একমাত্র তাঁর সুনির্দিষ্ট পোলিং স্টেশনেই ভোট প্রদান করতে পারবেন। তিনি অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো বিধানসভা কেন্দ্রে ভোট দেওয়ার অধিকারী নন। যে রাজ্য, বিধানসভা কেন্দ্রের যে পোলিং স্টেশনে তার নাম নথিভুক্ত আছে, সেই ভোটার একমাত্র সেখানেই ভোট দেওয়ার অধিকারী।
কমিশন আরও ব্যাখ্যা করে বলেছেন, এরোনেট মঞ্চে তথ্য নথিভুক্ত হওয়ার আগে ম্যানুয়াল পদ্ধতিতে এবং বিকেন্দ্রীভূতভাবে ভোটার তালিকা তৈরি করা হত। কাজেই সেক্ষেত্রে একই এপিক নম্বর দুবার থাকাটা আশ্চর্যের নয়। বহু রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যের নির্বাচনী দপ্তরের একই ধরনের নম্বরের সিরিজ ব্যবহার করা হয়েছিল। কমিশন আশা প্রকাশ করছে, এরোনেট টু পয়েন্ট জিরো সম্পূর্ণ কার্যকর করা হলে এই নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন