দেশে বর্তমানে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার ডাকঘর কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। এর মধ্যে শহরাঞ্চলে প্রায় ১৬ হাজার এবং গ্রামাঞ্চলে ১ লক্ষ ৪৯ হাজারের বেশি ডাকঘর রয়েছে। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে যোগাযোগ প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্র শেখর বলেন, দেশের সব ডাকঘরকে কম্পিউটারাইজড করা হয়েছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অধীনে ১ লক্ষ ৬৩ হাজারেরও বেশি ডাকঘর ব্যাঙ্কিং এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা সরবরাহ করছে।
Site Admin | March 13, 2025 9:20 AM
দেশে বর্তমানে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার ডাকঘর কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে।
