জাতীয় রাজধানী-দিল্লিতে আগামী দু’দিন তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর IMD। গুজরাটে আজ জারি করা হয়েছে লাল সতর্কতা। পাঁচটি রাজ্যের ২১ টি শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে। দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও ওড়িশার ২১টি শহরে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বিহার ও উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যেও প্রচণ্ড গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন বরিষ্ঠ আবহবিদ আর কে জেনামনি।
Site Admin | April 7, 2025 10:07 AM
জাতীয় রাজধানী-দিল্লিতে আগামী দু’দিন তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ।
