জম্মু কাশ্মীরে আরও একটি হুরিয়াত ঘনিষ্ঠ সংঘটন Jammu and Kashmir Mass Movement, জঙ্গি পন্থার সঙ্গে সমস্ত সংশ্রব ত্যাগ করেছে। তারা ভারতের অখণ্ডতার প্রতি সম্পূর্ণ রূপে দায়বদ্ধ বলে ঘোষনা করেছে। এই নিয়ে এখনও পর্যন্ত, জম্মু-কাশ্মিরে ১২টি হুরিয়াত ঘনিষ্ঠ সংগঠন সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্রব ত্যাগের ঘোষণা করে সংবিধানের প্রতি তাদের আনুগত্যের কথা বলেছে। আজ এক সোশাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রের বর্তমান সরকারের আমলে জম্মু-কাশ্মিরে ঐক্যের চেতনা প্রাধান্য পাচ্ছে। তিনি, এই বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত, শ্রেষ্ঠ ভারতের দৃষ্টিভঙ্গির জয় বলে গণ্য করেছেন। উল্লেখ্য, গত সপ্তাহে, Jammu-Kashmir Islamic Political Party, Jammu-Kashmir Muslim Democratic League, এবং Kashmir Freedom Front হুরিয়াত কনফারেন্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে।
Site Admin | April 11, 2025 5:26 PM
জম্মু কাশ্মীরে আরও একটি হুরিয়াত ঘনিষ্ঠ সংঘটন Jammu and Kashmir Mass Movement, জঙ্গি পন্থার সঙ্গে সমস্ত সংশ্রব ত্যাগ করেছে।
