কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল তিন দিনের সফরে উত্তর-পূর্বাঞ্চলে যাচ্ছেন। প্রথমে তিনি গুয়াহাটি যাবেন। এর পর শনিবার যাবেন মিজোরাম।
সরকারি সূত্রে জানা গেছে, গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাওয়ে লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমির উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। ১৬ তারিখ তিনি কোকরাঝাড়ে সারা বোরো ছাত্র পরিষদ (আবসু)-এর বার্ষিক সম্মেলনে যোগ দেবেন।
১৫ মার্চ মিজোরামে যাওয়ার আগে দেড়গাঁওয়ে পুলিশ অ্যাকাডেমির উদ্বোধন করবেন অমিত শাহ।