কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত হাইড্রোজেন চালিত জাহাজের প্রশংসা করে এটিকে সরকারী ও বেসরকারী ক্ষেত্রের যৌথ প্রচেষ্টার সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে গতকাল ডঃ সিং, বিজ্ঞান ও শিল্প গবেষণা পর্ষদ CSIR-এর বিভিন্ন উদ্যোগ ও সাফল্য পর্যালোচনার জন্য এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে মন্ত্রী, সিএসআইআর-এর বিজ্ঞানভিত্তিক গবেষণাগুলিকে আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পৃক্ত করার ওপর জোর দেন। সিএসআইআর-নিউ মিলেনিয়াম ইন্ডিয়ান টেকনোলজি লিডারশিপ ইনিশিয়েটিভ-এর প্রশংসা করে এটিকে সরকারি-বেসরকারি ক্ষেত্রে সহযোগিতামূলক উদ্ভাবনের এক অনন্য উদাহরণ বলে অভিহিত করেন।
Site Admin | April 17, 2025 8:36 AM
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত হাইড্রোজেন চালিত জাহাজের প্রশংসা করে এটিকে সরকারী ও বেসরকারী ক্ষেত্রের যৌথ প্রচেষ্টার সাফল্য হিসেবে বর্ণনা করেছেন।
