কেন্দ্র, পেঁয়াজের উপর ২০ শতাংশ রপ্তানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন।
তিনি আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, পেঁয়াজের উপর এই রপ্তানি শুল্ক প্রত্যাহারের ফলে, কৃষকরা তাদের কষ্টার্জিত পণ্য বিশ্ব বাজারে শুল্কমুক্তভাবে পৌঁছে দিতে পারবেন। এর ফলে বিশ্ব বাজারে লাভজনক মূল্য পেতেও সাহায্য হবে তাদের। নরেন্দ্র মোদী সরকারকে কৃষক-বন্ধু হিসেবে অভিহিত করে কৃষিমন্ত্রী আরও বলেন কৃষকরা যাতে ন্যায্য এবং লাভজনক মূল্য পান তা সুনিশ্চিত করা এই সরকারের অগ্রাধিকার।
উল্লেখ্য, অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করার জন্য গত বছরের ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের ওপর ২০ শতাংশ রপ্তানি শুল্ক কার্যকর ছিল। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর অনুযায়ি, এ বছর রবি শস্যের উৎপাদন ছিল ২২৭ লক্ষ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি।