কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠন মিটিং – মিছিল করতে পারবে না বলে আদালত যে নির্দেশ দিয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালত জানিয়েছে মিছিল মিটিং এর অনুমতি এখন থেকে প্রশাসন দেবে।
এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরির জন্য কলকাতা পুলিশের তরফে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর প্রেক্ষিতে অধ্যাপকদের সংগঠন আবুটা উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোকাল চ্যাপ্টারের আহ্বায়ক দেবব্রত বেরা বলেছেন, বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত প্রতিষ্ঠান। তাই আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার নিজেরই।