এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী দোসরা মে। মধ্যশিক্ষা পর্ষদ আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
ঐদিন সকাল ন’টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ফলাফল জানা যাবে।
যে সমস্ত ওয়েবসাইটে ফলাফল জানা যাবে সেগুলি হল – www.wbbsedata.com, www.indiaresults.com, www.results.siksha, fastresult.in, www.edutips.in।
এছাড়াও wbbse-app এও রেজাল্ট জানা যাবে।
সকাল ১০ টা থেকে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে স্কুলগুলিকে।
উল্লেখ্য এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩।
তার মধ্যে ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০।
Site Admin | April 24, 2025 9:14 PM
এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী দোসরা মে।
